ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৩ দুপুর

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি চেলসির

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি চেলসির,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে থ্রিলার ম্যাচে ২-২ গোলে ড্র করেছে চেলসি। পুরো ম্যাচে স্বাগতিকদের দাপট থাকলেও গোলে এগিয়ে থাকে বোর্নমাউথ।

খেলা চলছিল ৯৫ মিনিটের। ৩ মিনিট পরই বাঁশিতে শেষবার ফুঁ দিয়ে ম্যাচের ইতি টানবেন রেফারি। তখনো চেলসি পিছিয়ে ১-০ ব্যবধানে। এমন সময় ডি-বক্সের বাইরে একটি ফ্রি-কিক জিতলো চেলসি। দ্য ব্লুজদের এক পয়েন্ট এনে দিতে ওই কিকই যথেষ্ঠ হলো। দুর্দান্ত শটে গোল করে এএফসি বোর্নমাউথের কাছ থেকে চেলসিকে আদায় করে দিলেন অধিনায়ক রিসি জেমস। শুরুতে গোল করে চেলসিই। ১৩ মিনিটে কোল পালমারের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের ১৪তম গোল। ৫০ মিনিটে সফল পেনাল্টি কিকে বোর্নমাউথকে সমতায় ফেরান জাস্টিন ক্লুইভার্ট। চেলসির কাছ থেকে পেনাল্টি আদায় করেন অ্যান্টোনিও সেমিনো। বোর্নমাউথের এই তারকাকে ডি-বক্সের ভেতর ফাউল করেন চেলসির মইসেস কাইসিদো। ৬৮ মিনিটে আাবারও গোল করে বোর্নমাউথ। এবার গোল করেন ১৮ বছর বয়সী সেমিনো নিজেই। দুর্দান্ত শটে চেলসির গোলবারের কোণা দিয়ে বল জালে জমা করেন তিনি। এতে ২-১ এ এগিয়ে যায় বোর্নমাউথ।

আরও পড়ুন

এই গোলটিই শোধ করতে কষ্ট হয় চেলসির। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলে ফেরা জেমসই অবশেষে চেলসির ত্রাণকর্তা হয়ে আসেন। ফ্রি-কিকে বাঁকানো শটে বোর্নমাউথের গোলরক্ষক মার্ক ট্যাভার্সকে পরাস্ত করেন তিনি। ফলে ২-২ সমতায় ফেরে চেলসি। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচে জয়হীন চেলসি। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের চতুর্থ স্থানে আছে এনজো মারেস্কার দল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে বোর্নমাউথ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার

৩৫ টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এআই ইনোভেশন চ্যালেঞ্জে প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন ঢাবি

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

বগুড়ার দৃশ্যমান উন্নয়ন দেখতে ধানের শীষে ভোট দিবে : কাজী রফিক