ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

জার্মানিতে আশ্রয়ের আবেদন কমেছে এক-তৃতীয়াংশ

জার্মানিতে আশ্রয়ের আবেদন কমেছে এক-তৃতীয়াংশ

২০২৪ সালে জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদনকারীদের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক দপ্তর জানিয়েছে, এই বছর মোট ২ লাখ ২৯ হাজার ৫৭১টি আশ্রয়ের আবেদন জমা পড়েছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় এক লাখ কম।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় এই বছর আশ্রয়ের আবেদন সংখ্যা ৩০ দশমিক ২ শতাংশ কমেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।

২০২৪ সালে যারা আশ্রয়ের আবেদন করেছেন, তাদের মধ্যে সিরিয়া, আফগানিস্তান এবং তুরস্কের নাগরিকদের সংখ্যাই বেশি। আর আবেদন জমা পড়ার ক্ষেত্রে জার্মানির পর রয়েছে স্পেন, ফ্রান্স এবং ইতালি।

জার্মানি/ স্টুডেন্ট ভিসায় ব্লকড অ্যাকাউন্টে রাখতে হবে ১৬ লাখ টাকা সহজ হলো দ্বৈত নাগরিকত্ব, জার্মান পাসপোর্ট পেতে হুড়োহুড়ি জার্মানিতে আরও কঠিন হতে পারে রাজনৈতিক আশ্রয় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার জানিয়েছেন, আমরা অনিয়মিত অভিবাসন কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। সীমান্তে নজরদারি বাড়ানোর মাধ্যমে পাচারের রাস্তাগুলো বন্ধ করা সম্ভব হয়েছে।

সুরক্ষা সুবিধা
২০২৪ সালে জমা পড়া আশ্রয় আবেদনের মধ্যে অর্ধেকেরও কম আবেদনকারী সুরক্ষা সুবিধা পেয়েছেন। সরকারের দেওয়া তথ্য অনুসারে, মাত্র ৪৪ শতাংশ আবেদনকারীকে সুরক্ষা সুবিধা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তালিকায় শীর্ষে রয়েছে সিরিয়ার নাগরিকেরা। সিরীয় আবেদনকারীদের মধ্যে ৮৩ শতাংশ সুরক্ষা সুবিধা পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তান, যেখানে ৭৪ দশমিক ৭ শতাংশ আবেদনকারী এই সুবিধা পেয়েছেন।

২০১৬ সালে জার্মানিতে আশ্রয়ের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে। ওই বছর ৭ লাখ ৪৫ হাজার ৫৪৫টি আবেদন জমা পড়েছিল, যার প্রধান কারণ ছিল সিরিয়ার শরণার্থীদের বিপুল উপস্থিতি।

২০২৪ সালে আশ্রয়ের আবেদন কমলেও, জার্মানি এখনো ইউরোপে শীর্ষ অবস্থানে রয়েছে। এর পাশাপাশি সরকার অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সফলতার কথা জানালেও সুরক্ষা সুবিধা প্রদানের হার নিয়ে সমালোচনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী