ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটুনি

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটুনি। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে এক যুবককে গণপিটুনি দেয়ার পর হাসপাতালে চিকিৎসা দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফপুর এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে।

অভিযুক্ত নান্টু হোসেন রাঙ্গা (৩৩) ইউসুফপুর গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে। পরদিন গত শুক্রবার ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।  সেই মামলায় অভিযুক্ত রাঙ্গাকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়ার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, গত বৃহস্পতিবার সকালে গৃহবধূ তার ১০ মাসের সন্তান নিয়ে বাড়িতে ছিলেন। তার চাচা শ্বশুরের কুলখানির জন্য স্বামীসহ পরিবারের কেউই বাড়িতে ছিল না। এই সুযোগে রাঙ্গা গৃহবধূকে ধর্ষণ চেষ্টা করে।

আরও পড়ুন

এসময় ঐগৃহবধূ চিৎকার শুরু করলে রাঙ্গা পালিয়ে যায়। পরে গৃহবধূ তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে রাঙ্গাকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদের সময় উল্টাপাল্টা জবাব দেওয়ায় মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রাঙ্গাকে হেফাজতে নেয়। তাকে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী