ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

নেইমারের চাওয়া গুড়েবালি মাসচেরানোর

নেইমারের চাওয়া গুড়েবালি মাসচেরানোর

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগেই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুম শেষে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর থেকেই গুঞ্জন, বার্সার সেই ত্রয়ী মেসি-সুয়ারেজ ও নেইমারকে দেখা যাবে এবার।

মায়ামিতে বার্সার পূর্ণমিলনীতে যোগ দেবেন নেইমারও; এমন স্বপ্ন দেখতে থাকেন ভক্তরা। তবে সেই স্বপ্ন দেখা ফুটবলপ্রেমীদের হতাশ করলেন মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাসচেরানো।

নেইমারকে ইন্টার মায়ামিতে দেখার গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছাটাই করে দিয়েছেন মাসচেরানো। কেন এটি সম্ভব নয় সে কথায় বলেছেন তিনি। তাতে হয়তো আসন্ন মৌসুমে দলবদলের অপেক্ষায় থাকা নেইমারকে হতাশই হতে হবে। 

ফুটবলের সবচেয়ে ভয় জাগানিয়া আক্রমণভাগ ছিল তখন বার্সার। মেসি ও সুয়ারেজের সঙ্গে নেইমার গড়েছিলেন ত্রিফলা আক্রমণভাগ। পরে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমার পিএসজিতে পাড়ি জমালে ভেঙে যায় ভয়ঙ্কর সেই আক্রমণভাগ।

আরও পড়ুন

এরপর নেইমার এখন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। যদিও চোট পিছু ছাড়েনি তার। এখানে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। এরপর ক্লাব ছাড়তে হবে তাকে। কোথায় যাবেন নেইমার; তা নিয়ে হচ্ছে আলোচনা। তবে নেইমারকে যে মেসি ও সুয়ারেজের সঙ্গে দেখা যাচ্ছে না সেটি নিশ্চিত করেছেন মাসচেরানো।

নেইমারকে ইন্টার মায়ামিতে আনা নিয়ে মাসচেরানো বলেন, ‘আমরা নেইমারের বিষয়ে কথা বলতে পারি না, কারণ (এর জন্য) আমাদের কিছুই নেই। অবশ্যই নেইমার অসাধারণ এক খেলোয়াড়। বিশ্বের প্রত্যেক কোচই তাকে পেতে চাইবে; কিন্তু এই মুহূর্তে এখানে দলগুলোর বেতনের সীমা নিয়ে এমএলএস’র একটা নিয়ম আছে। তাতে, বর্তমানে তাকে দলে আনার চেষ্টা করাটাও অসম্ভব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়েছে দাবানলে

শীতের সকালে উষ্ণতা ছাড়ালেন জয়া

রাজউক’র প্লট বরাদ্দ : এবার শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক দুই মামলা

নাহিদ-লিটনদের পিএসএলে খেলা নিয়ে যা বলছে বিসিবি

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হলেন লেবাননের প্রধানমন্ত্রী

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি ২১ জানুয়ারি