ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে জালনোটসহ যুবক আটক

সিরাজগঞ্জে জালনোটসহ যুবক আটক। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ১ হাজার টাকার জালনোট দিয়ে ওই যুবক পান ও সিগারেট কেনার চেষ্টা করে। এ সময় দোকানদার ১ হাজার টাকার নোটটি জাল বুঝতে পেরে অন্য নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেয়। সেটাও জাল ছিলো। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, জাল টাকার নোটসহ ওই যুবকে স্থানীয়রা আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ-লিটনদের পিএসএলে খেলা নিয়ে যা বলছে বিসিবি

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হলেন লেবাননের প্রধানমন্ত্রী

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি ২১ জানুয়ারি

৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন গার্দিওলা

সারা বিশ্ব খুশি হলেও পার্শ্ববর্তী দেশ এখনও গণঅভ্যুত্থান মেনে নিতে পারেনি : রিজভী

‘তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে পরিণতি আ’লীগের মতো হবে’