ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বগুড়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নাম পরিবর্তন বিষয়ক আলোচনা

বগুড়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নাম পরিবর্তন বিষয়ক আলোচনা, ছবি সংগৃহীত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সোনাতলা পৌর অডিটরিয়ামে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নাম পরিবর্তন বিষয়ক আলোচনা সভা ওই কলেজের সভাপতি এ কে এম আহসানুল মোমেনীন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’রসহ-সভাপতি এ কে এম আহসান হাবিব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান হাবিব রতন, শফিকুল ইসলাম, সেলিম রেজা বাবলা, সোনাতলা পৌর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ান পলিন, বয়ড়া কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, সৈয়দ আহম্মদ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোমিন, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, সোনাতলা সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারি, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউদ-জ্জামান মুকুল, কেন্দ্রীয় শিক্ষক নেতা আব্দুল হাই প্রমুখ।

আরও পড়ুন

সভায় সর্ব সম্মতিক্রমে কলেজের নাম পরিবর্তন করে সোনাতলা মহিলা কলেজ নাম করণ করা হয়। নাম পরিবর্তন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আলোচক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসএল-এ কতো টাকা পাবেন রানা-রিশাদ-লিটন

বাসা থেকে ডেকে নিয়ে চেয়ারম্যানকে কার্যালয়ে বসালেন নারীরা

ওমরাহ যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার

সুখে থাকার মন্ত্র জানালেন অপু বিশ্বাস

১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে খালাস বাবর  

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সচিব