ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটের ক্ষেতলালে তুচ্ছ ঘটনায় পাল্টাপাল্টি হামলা ভাঙ্চুর

জয়পুরহাটের ক্ষেতলালে তুচ্ছ ঘটনায় পাল্টাপাল্টি হামলা ভাঙ্চুর, ছবি: দৈনিক করতোয়া

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনার জের ধরে গতকাল বুধবার সন্ধ্যায় আলমপুর ইউপি সদস্যের বাড়িতে পাল্টা হামলা, লুট ভাংচুর করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় আলমপুর ইউপি সদস্য ও আলীপুর গ্রামের বাসিন্দা কুতুবের কাছ থেকে বানাইচ গ্রামের রেজাউল সাখিদার সিগারেট চাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজাউল সাখিদারের ছেলে জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সৌরভ বিষয়টি শুনতে পেয়ে বাবার পক্ষ হয়ে ইউপি সদস্য কুতুবের সাথে তর্কে জড়িয়ে পড়েন। কুতুবের দুই সহযোগী মতিউর রহমান মতি ও রব্বানি ঘটনাস্থলে পৌঁছিলে তাদের সাথেও সৌরভের কথা কাটাকাটির সময় সৌরভকে মারধর করলে তার বাম হাত ভেঙে যায়। ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে সৌরভ ক্ষেতলাল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ একজনকে আটক করে।

এরপর ওই ঘটনার জের ধরে গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় বানাইচ গ্রামের জালাল সাখিদারের ছেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম ছনি ও তার সহযোগীরা আলমপুর ইউপি সদস্য ও আলীপুর গ্রামের বাসিন্দা কুতুব এর বাড়িতে পাল্টা হামলা, ভাঙচুর করে।

আরও পড়ুন

ক্ষেতলাল থানার ওসি মশিউর রহমান দৈনিক করতোয়া’কে বলেন, ‘আলমপুর ইউনিয়নে বানাইচ গ্রামে একজনের বাড়িতে ভাংচুরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অপর পক্ষ অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখে থাকার মন্ত্র জানালেন অপু বিশ্বাস

১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে খালাস বাবর  

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সচিব

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে দুই ছিনতাইকারী আটক

পেনাল্টি মিস করায় ফুটবলারের পরিবারকে হত্যার হুমকি

যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা