ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

রুক্মিণীকে নিয়ে উচ্ছ্বাসিত দেব

রুক্মিণীকে নিয়ে উচ্ছ্বাসিত দেব, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : মডেলিং থেকে ২০১৭ সালে টলিউডে পথ চলা শুরু করেন রুক্মিণী মৈত্র। প্রথম বছরেই পর পর দুটি ছবি ‘চ্যাম্প’ ও ‘ককপিট’-এ দেবের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজর কাড়েন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে প্রশংসা কুড়িয়েছেন রুক্মিণী। 

শিগগিরই আসছে রুক্মিণীর পরবর্তী ছবি ‘বিনোদিনী’। বুধবার মুক্তি পেয়েছে সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম গান ‘কানহা’। শ্রেয়া ঘোষালের গানের পাশাপাশি রুক্মিণীর নাচ ও অভিনয় দেখে মুগ্ধ দর্শকেরা। অভিনেত্রীর কথায়, দেব আমাকে সবসময় বলেন, ‘আমি ১৭ বছর পর যা করছি, তুমি ৭ বছরেই তা করে দিলে।’

আরও পড়ুন

আসলে এই ছবির শুটিং যখন শুরু হয় তখন টলিপাড়ায় রুক্মিণীর মাত্র দু’বছর হয়েছে। পরিচালক রামকমল প্রথম থেকেই নায়িকাকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, যদিও প্রযোজকরা বিশ্বাস করতে পারেননি। পরে অবশ্য দেব এবং প্রমদ ফিল্মস এগিয়ে আসেন  বলে জানিয়েছেন রুক্মিণী।  আসলে দেব নিজেকে ভেঙে অন্যধারার ছবি করতে ক্যারিয়ারে কিছুটা সময় নিলেও রুক্মিণী একেবারেই তা করেননি, তাই প্রেমিকার প্রশংসা করতে কখনও পিছপা হননি দেব নিজেও। রুক্মিণী জানিয়েছেন, পায়ের অস্ত্রপচারের পর সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই এই বিশেষ গানের নাচ শেখা শুরু করেন তিনি। অনেকেই ভয় পেলেও অভিনেত্রী থামেননি। গানের শুটিংয়ের ক্ষেত্রেও নানা বাধা এসেছে, এসব কিছুর পর অবশেষে গানটি মুক্তি পাওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। 

৫ মিনিটেরও বেশি বড় হওয়ায় প্রথমে গানটি ছোট করার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। ফলে মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজউক’র প্লট বরাদ্দ : এবার শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক দুই মামলা

নাহিদ-লিটনদের পিএসএলে খেলা নিয়ে যা বলছে বিসিবি

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হলেন লেবাননের প্রধানমন্ত্রী

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি ২১ জানুয়ারি

৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন গার্দিওলা

সারা বিশ্ব খুশি হলেও পার্শ্ববর্তী দেশ এখনও গণঅভ্যুত্থান মেনে নিতে পারেনি : রিজভী