ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

২০২৬ বিশ্বকাপই শেষ বললেন নেইমার

২০২৬ বিশ্বকাপই শেষ বললেন নেইমার, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের আসরেই শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৩২ বছর বয়সী খেলোয়াড় এক বছরেরও বেশি সময় খেলার মাঝে নেই। সিএনএন-কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জানি এটাই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করবো।’

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বাছাই পর্বে ভীষণভাবে ধুঁকছে। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে তারা এখন পাঁচে অবস্থান করছে। যেখানে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে সেলেসাওরা। তারপরেও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি মনে করেন, ‘আমার দলের ওপর অনেক আস্থা আছে। যেসব ছেলে উঠে আসছে তাদের ওপরও। অবশ্য যেখানে দল রয়েছে, আমরা সেখানে থাকার মতো না।’ নেইমার মনে করেন এখনও দেড় বছর আছে। সবাই মিলে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব, ‘সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সামনে আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।’  

আরও পড়ুন

  বাছাই পর্বে চারটি ম্যাচে খেলেছেন নেইমার। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোট নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। তার পর তো হাঁটুর ইনজুরিতে বছরের মতো বাইরেই ছিলেন। গত অক্টোবর-নভেম্বরে অল্প সময়ের জন্য ফিরলেও আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। তার পর থেকে খেলার মাঝে নেই। নেইমার বলেছেন, তার লক্ষ্য এখন আগামী বিশ্বকাপ, ‘আমি ওই বিশ্বকাপে থাকতে চাই। সেরাটা দিতে সব চেষ্টা করবো আমি। ব্রাজিল দলে থাকতে কঠোর পরিশ্রম করবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

মেহেরপুরে ২ কেজি ওজনের সোনাসহ ভারতীয় নাগরিক আটক

ককটেল ফাটিয়ে লুটে নিলো বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা 

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ