বগুড়ার শেরপুরের তিন ইট ভাটার সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার (৮ জানুয়ারি) বগুড়ার শেরপুর উপজেলার শুভলী, মির্জাপুর, বিরইল এলাকায় অবস্থিত পরিবেশগত ছাড়পত্র বিহীন মেসার্স কোয়ালিটি ব্রিকস, মেসার্স এল এস বি ব্রিকস এবং মেসার্স হিমু (এম এইচ বি) ব্রিকস এ (ইটভাটায়) মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফয়সাল মাহমুদের মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন এবং মো মাহমুদুল হাসান।
আরও পড়ুনমোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি এফএএল - জি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। এসময় জেলা পুলিশ মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মন্তব্য করুন