ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

নাটোরের সিংড়ায় ভাগনাগরকান্দী পোস্ট অফিস রাতারাতি উধাও, স্থানীয়দের ক্ষোভ

নাটোরের সিংড়ায় ভাগনাগরকান্দী পোস্ট অফিস রাতারাতি উধাও, স্থানীয়দের ক্ষোভ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ৮নং শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দী পোস্ট অফিস রাতারাতি নিজস্ব জায়গা থেকে উধাও হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। অন্য উপজেলার পোস্ট মাস্টারের বাড়িতে কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে পোস্ট অফিসের সাইনবোর্ড, বাক্স, পোস্ট অফিসের নিজস্ব ঘর, ইট, বালুও রাতারাতি নেই। এনিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পোস্ট অফিসের চিহ্ন নেই। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পোস্ট মাস্টারের সাথে ফোনে কথা বললে ও তার দেখা মেলেনি। জানা যায়, তেমুখ নওগাঁর জমিদার কৃষ্ট বিহারী সাহা ১৯৬৭ সালের দিকে জমিদার বাড়ি ও নওগাঁ বাজারের পাশে পোস্ট অফিস স্থাপন করেন।

তিনি ২শতক জমিও দান করেন। কৃষ্ট বিহারী সাহার জমির সাথে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ২ শতক জায়গা বিনিময় করেন। তিনি নওগাঁ বাজারের পাশে হরি মন্দিরে জায়গা দেন। তারপর থেকে পোস্ট অফিসের যাবতীয় কার্যক্রম সেখান থেকে পরিচালনা করা হচ্ছিল।

এলাকাবাসী জানান, পোস্ট মাস্টারের বাড়ি আত্রাই উপজেলার নন্দীগ্রামে হওয়ায় ঢিলেঢালাভাবে কার্যক্রম চলছিলো। ঠিকমতো পোস্ট অফিস খুলতেন না। শুধু নামসর্বস্ব সাইনবোর্ড এবং বাক্স চোখে পড়তো। বর্তমানে ইটসহ সবকিছু উধাও হয়ে গেছে। প্রাক্তণ প্রধান শিক্ষক রবীন্দ্র মোহন ভদ্র বলেন, পোস্ট অফিস অনেক প্রাচীন। একসময় আমার বাবা ড. মতিন্দ্র মোহন ভদ্র দীর্ঘদিন পোস্ট মাস্টার ছিলেন। তারপর এখন পার্শ্ববর্তী উপজেলার একজন দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন

পোস্ট মাস্টার কাজী দিদারুল ইসলাম জানান, নওগাঁ বাজারের পাশে পোস্ট অফিসের কার্যক্রম চলতো। জীর্ণশীর্ণ অবস্থার কারণে তার বাসায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে কার্যক্রম চলছে। কার অনুমতি নিয়ে নিজ বাড়িতে কার্যক্রম চলছে সে বিষয়ে সদুত্তোর দিতে পারেননি।

উপজেলা পোস্ট মাস্টার রজব আলী মোল্লা জানান, ভাগনাগরকান্দী পোস্ট অফিস আমাদের আওতায় নয়, এটি আত্রাই উপজেলা থেকে পরিচালিত হয়। সেখান থেকেই চিঠির আদান প্রদান হয়। নাটোর উপ-বিভাগের ডাকঘর পরিদর্শক জিয়াউর রহমান বলেন, যদিও এটি আত্রাই উপজেলার নিয়ন্ত্রণে তবুও সিংড়া উপজেলায় স্থাপিত ছিল। সেজন্য বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ