ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বেনজির-ডিবি হারুনসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ

বেনজির-ডিবি হারুনসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ, ছবি: সংগৃহীত

স্ত্রী-কন্যাসহ সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ও ডিবি প্রধান হারুনুর রশিদ এবং প্রেসিডেন্টস রিসোর্টের এমডি এবিএম শাহরিয়ারের আয়কর নথিসহ সংশ্লিষ্ট কাগজপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ জানুয়ারি) পৃথক দুই আদালতের বিচারক এই আদেশ দেন। 

বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ তার এবং তার স্ত্রী এবং তিন সন্তানের নামে নিবন্ধিত। দুদক’র নথি অনুযায়ী, পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রধান থাকাকালে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যরা তাদের প্রায় সব জমি কেনেন। দুদক’র নথিতে দেখা যায়, বেনজির ও তার পরিবার ৮৩টি দলিলের মাধ্যমে ১১৪ একর জমি কিনেছিলেন। নথি অনুযায়ী, বেনজীর পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাব’র মহাপরিচালকের দায়িত্ব পালনকালে মোট ১১২ একর জমি কিনেছিলেন।

আরও পড়ুন

আইজিপি থাকাকালে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০টি দলিল করে ৬৩ দশমিক ৯৭ একর জমি কেনেন তারা। এছাড়া র‌্যাব’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ২৭টি দলিল করে ৪৮ দশমিক ১৫ একর জমি কেনেন। দুদক আরও জানতে পেরেছে, ২০১৪ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকাকালে পাঁচটি দলিলের মাধ্যমে এক দশমিক ৭৫ একর জমি অধিগ্রহণ করে তার পরিবার। যার বেশিরভাগ জমি তার স্ত্রী জিসান মির্জার নামে রেজিস্ট্রি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

বাণিজ্য মেলায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কেন শাহরুখের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস

কুমিল্লায় রাস্তা থেকে দুই নারীকে তুলে নিয়ে ১২ জনের দলবদ্ধ ধর্ষণ  

প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়েছে দাবানলে