ভিডিও বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

শরীয়তপুরে পাঁচ হাজার  ইয়াবাসহ আটক দুই  

শরীয়তপুরে পাঁচ হাজার  ইয়াবাসহ আটক দুই  

নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাট এলাকা থেকে ৫২০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৭টার দিকে  তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার খাস খামারিনাথ গ্রামের রতন ভৌমিক নাথের ছেলে সঞ্জয় নাথ (৩৬) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন গোবিন্দপুর গ্রামের নাসির হাওলাদার ছেলে শরিফ হাওলাদার (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, একদল মাদককারবারি চট্টগ্রাম থেকে মাদারীপুরে ইয়াবার চালান নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে নরসিংহপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই মাদককারবারি ও তাদের বহনকারী মোটরসাইকেল থেকে ৫২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘‘নরসিংহপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫২০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল-রেস্তোরাঁয় ১৫ শতাংশ ভ্যাট আরোপ মানে ‘মরার উপর খাঁড়ার ঘা’

প্রমত্ত পদ্মার বুকে এখন ধু ধু বালুচর

বগুড়ার কাহালুতে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তিস্তার ধু-ধু বালুচরে বাহারি ফসল

বগুড়ার ধুনটে কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়েছে বিএসএফ