ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

শিবচরে কলেজছাত্রীকে পিটিয়ে হত্যা করল বাবা

শিবচরে কলেজছাত্রীকে পিটিয়ে হত্যা করল বাবা

নিউজ ডেস্ক: মাদারীপুর জেলার শিবচরে উপজেলার যাদুয়ারচরে আইরিন আক্তার মুক্তি (১৭) নামে এক কলেজছাত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবা ফরহাদ গোমস্তার বিরুদ্ধে।  

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন বাবা ।

জানা গেছে, অনেক দিন ধরেই স্ত্রী নাজমা বেগমের সঙ্গে ফরহাদ গোমস্তার ঝগড়া চলছে। রোববার সকালে মুক্তির ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে বাবার সঙ্গে তার তর্ক হয়।  একপর্যায়ে ফরহাদ কাঠ দিয়ে মুক্তিকে পেটাতে থাকেন। এসময় মাথায় আঘাত লাগলে মুক্তির মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মুক্তির মৃত্যু হয়।  

নিহতের মা নাজমা বেগম বলেন, আমি রান্না করতেছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মেয়ে মাটিতে পড়ে আছে। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে নিতে নিতেই মেয়েটা মারা গেল।

আরও পড়ুন

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন, সকালে মেয়েটির মা মৃত অবস্থায় মেয়েটিকে নিয়ে হাসপাতালে আসেন। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাত ছিল।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাবা পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান : তারেক রহমান