ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

তিনশ ফিটে ট্রাক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৩

তিনশ ফিটে ট্রাক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৩

নিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেত থানার তিনশ ফিট এলাকায় মুরগির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় ওই ট্রাকে থাকা আরো তিনজন আহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সকাল পৌনে সাতটায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মো. রিয়াজ (৩০), দিপু (২৪) ও ইমরান হোসেন বাবু (২৪)।

নিহত সাকিবের বাবা শরীফ মিয়া বলেন, নরসিংদী থেকে ঢাকায় ট্রাকে করে মুরগি নিয়ে আসার সময় ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালকসহ চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার ছেলে সাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন

তিনি জানান, আমাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায়। আমার ছেলে একটি মাদ্রাসায় লেখাপড়া করত। আহত অন্যদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকা থেকে আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে সাকিব নামে এক কিশোরকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান : তারেক রহমান

জনগণ দেশের ১ ইঞ্চি জমিও ভারতকে দেব না : নুরুল হক নূর

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে তিন গ্রামবাসীর দুর্ভোগ

ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিজিবি’র হাতে হেরোইনসহ যুবক আটক