ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

বগুড়ার শেরপুরে আলু চাষের ধূম পড়েছে

বগুড়ার শেরপুরে আলু চাষের ধূম পড়েছে, ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বীজ, সার সংকটসহ নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে বগুড়ার শেরপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। উপজেলার এক অঞ্চলে আলু রোপন, অন্যদিকে আরেক অঞ্চলে অল্পদিনের মধ্যেই বাজার জাত করা হবে সেই আলু গাছের পরিচর্যা হচ্ছে সমান তালেই।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার হেক্টর কিন্ত বাস্তবে এর চাইতে অনেক বেশি পরিমান জমিতে আলু রোপন করা হয়েছে। গতবছর আলু চাষে কৃষকরা লাভবান হওয়ার ফলে এবারো দ্বিগুন উৎসাহে আলু চাষে ঝুকে পড়ে।

উপজেলার শালফা গ্রামের কৃষক গোলাম মোস্তফা জানান, আমি ২ বিঘা জমিতে আগাম আলু চাষ করেছি। এক মাসের মধ্যেই জমি থেকে উঠিয়ে বাজারজাত করতে পারবো। আশাকরছি এবার ভাল দামে বিক্রি করতে পারবো।

আরও পড়ুন

খিকিন্দা গ্রামের মিজান, ইকবাল, বাবলু ও শাহজামাল কামাল জানান, সবেমাত্র আমাদের জমিতে আলু বীজ রোপন শেষ হয়েছে। এবার বীজ ও সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেশি পরবে। যদি আবহাওয়া অনুকুলে থাকে তবে ফলন বেশি পাব বলে আশা করছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফারজানা আকতার বলেন, সংকট কাটিয়ে কৃষকরা আলু রোপন প্রায় সমাপ্ত করেছেন। তিনি আরো বলেন পুর্বাঞ্চলের কিছু কৃষক মৌসুমের শুরুতেই আলু রোপন করেছিল যেগুলো আস্তে আস্তে বাজারে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ