ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

খুশকি তাড়াতে জেনে নিন টিপস

খুশকি তাড়াতে জেনে নিন টিপস

শীত এলেই কারো কারো মাথায় খুশকির সমস্যা দেখা দেয়। চুল আঁচড়ানোর সময় চিরুনি তো বটেই খুশকির হাত থেকে রেহাই পায় না জামাকাপড় বা বালিশ।

দেখতে খারাপ লাগার পাশাপাশি চুলের স্বাস্থ্যও নষ্ট হয়। খুশকির সমস্যায় বাজারের প্রচলিত শ্যাম্পু না কিনে কয়েকটি ঘরোয়া উপাদানে খুশকি সমস্যা দূর করার চেষ্টা করুন।


* লেবুর সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে। মাথার অতিরিক্ত তেল বার করে দিতেও এটি খুবই কার্যকর। মাথায় লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে বেশিক্ষণ রাখবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

* প্রতি রাতে আপনার পছন্দমতো তেল ও ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন।

* চুল ও মাথার ত্বকে ভালো করে ম্যাসেজ করুন। পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিন দিন এভাবে তেল দিলে খুশকি কমবে।

* শুষ্ক আবহাওয়ায় তেল মাথায় আর্দ্রতা জোগায়। চুলের গোড়ায় পুষ্টির জোগান দেয়।
নারিকেল তেল একটু গরম করে তাতেই যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস। গোসলের আধ ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে ভালো করে মালিশ করুন। ২০ থেকে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

আরও পড়ুন

* একটি পাকা কলা নিন। তার সঙ্গে নিন এক চামচ মধু ও লেবুর রস। এগুলো মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তা মাথার ত্বক ও চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন। এরপর একটি কাপে অল্প অ্যালোভেরার রস নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর আবার ভালো করে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে।

* খুশকি দূর করতে টক দইয়ের ব্যবহার করতে পারেন আপনি। দই নিয়ে মাথার ত্বক থেকে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল। কিছুদিন এই পদ্ধতি মেনে চললে দূর হয়ে যাবে খুশকি।

* আপনি চাইলে শ্যাম্পু করার পর এক চামচ ভিনিগার নিয়ে পানিতে ভালো করে মিশিয়ে তারপর ধুয়ে ফেলুন। তাতে খুশকি দূর হয়ে যাবে। মনে রাখবেন, ভিনিগার এক চামচের বেশি যেন না পড়ে পানিতে।

* লেবুর খোসা দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ৪ থেকে ৫ কাপ পানিতে ৪ থেকে ৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে ২০ মিনিট ধরে ফোটান। ঠান্ডা হলে মাথার ত্বকে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে তিন গ্রামবাসীর দুর্ভোগ

ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিজিবি’র হাতে হেরোইনসহ যুবক আটক

কুড়িগ্রামে সরিষা চাষে ঝুঁকছে কৃষক, লক্ষ্যমাত্রা ১ হাজার ৯৩৮ একর জমি 

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে চোরাই ফার্নেস অয়েল উদ্ধার গ্রেপ্তার ৫

 হেলিকপ্টারে এলো খেলোয়াড়