ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ক্যানসার আক্রান্ত হিনার পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ক্যানসার আক্রান্ত হিনার পোস্ট

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। জানা যায়, স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা। এরমধ্যে নতুন করে আবারও ক্যানসারে আক্রান্ত হলেন অভিনেত্রী।

এরইমধ্যে শুরু হয়েছে তার চিকিৎসা। ক্যানসার নিরাময় পেতে কেমোথেরাপি চলছে হিনার। সারাদিন মায়ের সঙ্গেই থাকেন অভিনেত্রী। প্রথম যেদিন নিজের মাকে এই দুঃসংবাদ দিয়েছিলেন, সেদিনের কিছু ছবি এবার পোস্ট করলেন হিনা। নিজের অনুভূতি-চিকিৎসার কঠিন যাত্রার মুহূর্তগুলো ভাগ করেন তিনি। কেমোর কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে অভিনেত্রীকে। ক্যামেরার সামনে বসেই নিজের চুল কেটে ফেলেন তিনি। ঝরে পড়েছে চোখের পাপড়িও।

বর্তমানে চলাফেরায় সমস্যা হলেও সম্প্রতি ‘বিগ বস ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন হিনা। কষ্ট হলেও নিজেকে আগের মতই উপস্থাপন করতে চেষ্টা করেন হিনা। সোশ্যাল নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি নতুন একটি ছবি প্রকাশ করে লিখেছেন আশার কথা। ছবিতে দেখা গেছে, হাসপাতালের পোশাক পরে বারান্দা দিয়ে হাঁটছেন অভিনেত্রী। এক হাতে ক্যাথেটার, অন্য হাতে রক্তের একটি ব্যাগ। সেখানে নল লাগানো আছে।

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে হিনা লিখেছেন, আলোর দিকে হেঁটে যাচ্ছি আমি, নতুন আশার আলো দিকে হেঁটে যাচ্ছি ছোট ছোট পায়ে নতুন করে। এরপর সবার কাছে দোয়া চান অভিনেত্রী।

আরও পড়ুন

সেই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল অভিনেত্রীর পোস্টার। কমেন্টবক্সে তাকে সাহস জুগিয়েছেন অঙ্কিতা লোখান্ডে, সুনীল গ্রোভার, আরতি সিংহের মতো তারকারাও। সেই সঙ্গে হিনার ভক্তরাও।

কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসেবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে তিন গ্রামবাসীর দুর্ভোগ

ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিজিবি’র হাতে হেরোইনসহ যুবক আটক

কুড়িগ্রামে সরিষা চাষে ঝুঁকছে কৃষক, লক্ষ্যমাত্রা ১ হাজার ৯৩৮ একর জমি 

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে চোরাই ফার্নেস অয়েল উদ্ধার গ্রেপ্তার ৫