ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

ধীর গতিতে চলছে বগুড়ার শহিদ মিনার নির্মাণ কাজ

ধীর গতিতে চলছে বগুড়ার শহিদ মিনার নির্মাণ কাজ, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : ধীর গতিতে চলছে বগুড়ার শহীদ খোকন পার্কে শহিদ মিনার নির্মাণের কাজ। চলতি বছরের ২৮ এপ্রিল আগের শহিদ মিনার ভেঙে সেখানে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নতুন করে নির্মাণ কাজ শুরু হলেও সেই কাজ চলছে ধীর গতিতে।

আজ শনিবার (৩০ নভেম্বর) গিয়ে দেখা যায়, সেখানে মাত্র দু’জন শ্রমিক ফ্লোর ঢালাইয়ের কাজ করছেন। তাদের দাবি তারা মোট তিনজন ছিলেন কাজে। তারা আরও বলছেন, প্রতিদিন তিন থেকে পাঁচজন পর্যন্ত কাজ করছেন তারা।

৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শহিদ মিনারটির প্রকল্প মেয়াদ গত সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, কাজের গতি অনুযায়ি আগামী এক মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। তারওপর শহীদ খোকন পার্কে বসছে তথ্য মেলার আসর, এতে নির্মাণ কাজ বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, স্বাধীনতার পর শহরের শহীদ খোকন পার্কে ইটের গাঁথুনি দিয়ে সামান্য উঁচু করে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করা হয়। ১৯৭৮ সালে বগুড়ার কারুশিল্পী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমিনুল করিম দুলালের নকশায় শহীদ খোকন পার্কের উত্তর-পূর্ব কোণে কেন্দ্রীয় শহিদ মিনারটি নির্মাণ করা হয়।

আরও পড়ুন

বগুড়াবাসীর সহায়তায় এক নতুন নকশার শহিদ মিনার নির্মাণ করেন তিনি। ২০০৫ সালে বগুড়া শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন শহিদ মিনার স্থাপন করা হয়। নানা কারণে তা ভেঙে ৫০ লাখ টাকা বরাদ্দ সাপেক্ষে সেখানে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নতুন শহিদ মিনার নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজটি তত্ত্বাবধানে রয়েছে বগুড়া জেলা পরিষদ।

বগুড়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহায়েদুল ইসলাম বলেন, বগুড়ার কেন্দ্রীয় শহিদ নির্মাণ কাজের মেয়াদ বাড়িয়ে চলতি ডিসম্বরের ৩১ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগের শহিদ মিনারটি ভেঙে সেখানে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নির্মাণ কাজ শুরু করতেই দেরি হয়ে যায়।

তারপর দেশের পরিবর্তীত পরিস্থিতিতে আরেক দফা কাজ বন্ধ থাকে। তবে এখন কাজ পুরোদমে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়েই কাজ চলছে, তবে কোন কারণে তা সম্ভব না হলে হয়তো সময় আরও বাড়াতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ সাত জন গ্রেপ্তার

১০ বার সুরা ইখলাস পাঠ করলে যে পুরস্কার

শীতেও প্রতিদিন ৮-১০ গ্লাস পানি

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধে ৬ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির বিরুদ্ধে লড়াই

বগুড়ার শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার