ময়মনসিংহে ইজিবাইক চালককে হত্যা, গ্রেফতার ২
ময়মনসিংহে অটোরিকশা চালক মো. আকাশ মিয়া (২৩) হত্যার ঘটনায় অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগরীর খিলগাঁও গার্লস স্কুলের পিছনের বস্তি থেকে রবিন মিয়া (১৯) গ্রেফতার করে এবং তারই দেয়া তথ্যে খিলগাঁও এলাকার আরেকটি বস্তি থেকে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে আকাশ হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত মো: মিলন (২০)-কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত আকাশ এবং মিলন, রবিন একই এলাকায় বসবাস করে। এরমধ্যে আসামি মিলন ঢাকায় পোশাক শিল্পের শ্রমিক এবং আসামি রবিন চালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করে। ফেইসবুকে একটি মেয়ের সাথে পরিচয়ের সূত্র ধরে নিহত আকাশ ও আসামি মিলনের দ্বন্দ্ব শুরু হয়। প্রায় দুই মাস আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঐ বিরোধের জেরেই আসামি মিলন ও রবিন ঢাকা থেকে আকাশকে হত্যা ও তার অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে বাড়িতে আসে।
আরও পড়ুনঘটনার দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আসামি মিলন ভিকটিম আকাশকে ফোন করে তার অটোরিকশা নিয়ে আসতে বলে। পরবর্তীতে আকাশ সন্ধ্যা সোয়া ৭টার দিকে অটোরিকশা নিয়ে আসামি মিলনের কাছে আসে। মিলন ও রবিন আকাশের অটোরিকশাতে পরানগঞ্জ ও বোররচরের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতে থাকে।
এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশার পিছনের সিট থেকে আসামি মিলন আকাশের গলায় ধাঁরালো অস্ত্র দিয়ে সজোরে পোঁচ দেয় এবং মৃতদেহ অটো থেকে প্রথমে রাস্তায় ও পরে রবিনের সহযোগিতায় রাস্তার পার্শ্বে ধানক্ষেতে ফেলে রেখে অটো নিয়ে চলে যায়।
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় অটোরিকশা চালক আকাশ মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আকাশ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
মন্তব্য করুন