ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

পিরোজপুরে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

পিরোজপুরে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার সাথী (৩৮) এবং সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫) নামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে এসে দুইজনের নামেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা মামলা রুজু করেছেন।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হবে বলে জানিয়েছে নেছারাবাদ থানা পুলিশ।

রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখ এর মেয়ে। এছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে।

আরও পড়ুন

গ্রেফতারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুইজন মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় কামারকাঠী গ্রামে ইয়াবা বেচা বিক্রি করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, তারা দু'জনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা হচ্ছে। শনিবার সকালে তাদের পিরোজপুর কোর্টে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২৭ কর্মকর্তার সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক

মেট্রোরেলের টিকিট বিক্রি শুরু,কাজে ফিরছে কর্মীরা

হামজা সিলেটের উদ্দেশ্যে ইংল্যান্ড ছেড়েছেন

স্বর্ণের দাম বাড়ল আবারও

কর্মবিরতির মধ্যেও চলছে মেট্রোরেল, যাত্রীরা ভ্রমণ করছেন বিনাটিকিটে 

বগুড়ায় যুবক ছুরিকাহত আটক ১