ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

খুলনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম

খুলনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম

খুলনা মহানগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আমির হোসেন মোল্লাকে গুলি এবং কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে খুলনা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনটি ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে পরিবারের লোকজন তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন।  তবে এ ঘটনায় অত্র এলাকায় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। আমির হোসেন মোল্লা খুলনা সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আমান উল্লার ছোটভাই। তাছাড়া তিনি খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম টুর্নামেন্ট চলছিল। স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে তিনি সেখানে উপস্থিত হন। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি ফেরার পথে অপরিচিত কিছু লোক তাকে লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন

স্থানীয় একজন মুদি দোকানী জানান, আনুমানিক সাড়ে ১০টার দিকে ৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। অকে মানুষ গুলির শব্দ শুনে ছোটাছুটি করছিলো। পরে হামলাকারীরা পালিয়ে গেলে কিছু লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা থানার অফিসার ইনচার্জ মনির উল গিয়াস বলেন, রাতে সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মহানগরীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানাত পারবেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 দেশের ক্রান্তিলগ্নের ভগ্নদশা থেকে বিচারবিভাগও মুক্ত নয় : প্রধান বিচারপতি

ওপার বাংলায় ভালো শুরুর অপেক্ষায় পরীমণি

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপি’র পদযাত্রা শুরু

আলোচিত ওসি প্রদীপের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকির জামিন

অবৈধ বিদেশিদের ব্যাপারে কঠোর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়

ম্যানইউ’র ঘরের মাঠে ৩০ বছর পর প্রথম জয় নটিংহ্যামের