ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

ম্যানইউতে আমোরিমের প্রথম জয়

ম্যানইউতে আমোরিমের প্রথম জয়, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আমোরিম নাকি ম্যানইউ’র ডাগআউটে দাঁড়িয়ে খেলোয়াড়দের অবস্থা দেখে ‘নার্ভাস’ হয়ে পড়েছিলেন! অবশ্য উদ্বিগ্ন না হয়ে উপায় আছে? দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে ২ মিনিটে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। বৃহস্পতিবার রাতে ১ মিনিটে এগিয়ে যাওয়ার পর আবার সেই শঙ্কা পেয়ে বসেছিল। এবার আর কোনো অঘটন ঘটেনি। ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের সেই ম্যাচে বোডো/গ্লিমটের বিপক্ষে ৩-২ গোলে জিতে হাসিমুখে মাঠ ছেড়েছেন আমোরিম।

তবে নওরোজিয়ান ক্লাবের বিপক্ষে জয়টা একেবারে অনায়াসে ছিল না। প্রথম মিনিটে গার্নাচোর গোলে এগিয়ে গেলেও ২৩ মিনিটের মধ্যে তারা ২-১ গোলে পিছিয়ে পড়েছিল। তখন নাকি ভড়কে গিয়েছিলেন আমোরিম, ‘আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। কারণ, জানি না কী হবে এই মুহূর্তে তো কিছুই নিয়ন্ত্রণে নেই। আমরা চেষ্টা করছি, ভিন্ন কিছু পরখ করে দেখতে।’ ৩৯ বছর বয়সী কোচ আরও যোগ করেন, ‘ছেলেদের সম্পর্কে আমি এখনও বেশি কিছু জানি না। 

আমরা একসঙ্গে খুব বেশি কাজও করিনি। রোমাঞ্চ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, পাশাপাশি নার্ভাসও ছিলাম। কারণ আমরা জানতাম না ম্যাচ কোন দিকে যাবে।’ তবে আমোরিমকে খুব বেশিক্ষণ দুর্ভাবনায় রাখেননি রাসমুস হুয়েলুন্দ। বিরতির ঠিক আগে আগে সমতা ফেরান। এর পর ৫০ মিনিটে গোল করে লিডও এনে দেন ডেনিশ এ স্ট্রাইকার। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানেই জয় পায় তারা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ সাত জন গ্রেপ্তার

১০ বার সুরা ইখলাস পাঠ করলে যে পুরস্কার

শীতেও প্রতিদিন ৮-১০ গ্লাস পানি

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধে ৬ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির বিরুদ্ধে লড়াই

বগুড়ার শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার