ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

এমবাপ্পের হতাশাজনক পারফর্মেন্স নিয়ে কী বলছেন রিয়াল কোচ

এমবাপ্পের হতাশাজনক পারফর্মেন্স নিয়ে কী বলছেন রিয়াল কোচ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে এসে নিজেকে হারিয়ে খুঁজছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগ হোক বা লা লিগা-মেজর টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ তিনি। এমনকি পেনাল্টির মতো সহজ সুযোগ পেয়েও গোল করতে পারছেন না ফরাসি এই ফরোয়ার্ড।

এমবাপ্পে গত রাতে পেনাল্টি মিস করেছেন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে। অ্যানফিল্ডে ৫৯ মিনিটে ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন পেনাল্টি এলাকার মধ্যে ফাউল করে বসেন। রিয়াল পেনাল্টি পেলে স্পটকিক নিতে দাঁড়িয়ে যান এমবাপ্পে। তবে ৬১ মিনিটে পেনাল্টিতে এমবাপ্পে ডান পায়ে নেওয়া শট প্রতিহত করেছেন লিভারপুল গোলরক্ষক কাওইমিন কেলেহার। ম্যাচ শেষে এমবাপ্পের ফর্ম নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে একাধিক প্রশ্ন করেন স্প্যানিশ সাংবাদিকেরা। আনচেলত্তি বলেন, ‘পেনাল্টি মিসের জন্য তাকে (এমবাপ্পে) দায়ী করবেন না। মানুষই তো পেনাল্টি মিস করে। তার এমন কাজের জন্য আমাদের বেশি দুঃখ করা ঠিক না।’

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এ বছরই রিয়াল মাদ্রিদে আসেন এমবাপ্পে। সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়ালে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৯ গোল ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ২ গোল। এছাড়া প্রায় সময়ই তিনি গোল মিস করছেন। এমনকি এল ক্লাসিকোতে বারবার তিনি অফসাইডে চলে যাওয়ায় হয়েছিল অনেক সমালোচনা। শিষ্যের এমন অফফর্মে তার (এমবাপ্পে) পাশে দাঁড়িয়েছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘সে (এমবাপ্পে) এই মুহূর্তে তেমনই এক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা এই সময়ের মধ্য দিয়ে গেছেন।’

আরও পড়ুন

এমবাপ্পের পেনাল্টি মিসের রাতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫২ মিনিটে গোলের খাতা খোলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাকে অ্যাসিস্ট করেন কনর ব্র্যাডলি। লিভারপুলের দ্বিতীয় গোলটি রবার্টসনের পাস রিসিভ করে ৭৬ মিনিটে করেছেন কোডি গাকপো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াপল্টনে কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ঢল

ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে চোখ রেখে বাংলাদেশকে হারাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

‘নতুন সিরিয়া’র ঘোষণা, প্রতিশোধ নেবে না বিদ্রোহীরা

বাংলাদেশিদের ডাকছেন কলকাতার ব্যবসায়ীরা

‘রং হেডেড ছাড়া কেউ নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করতে পারে না’