ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার টাকা বাজেয়াপ্ত

বগুড়ায় দুদক’র মামলায় তুফান সরকারের ১৩ বছর কারাদন্ড

বগুড়ায় দুদক’র মামলায় তুফান সরকারের ১৩ বছর কারাদন্ড

কোর্ট রিপোর্টার : মিথ্যা তথ্য প্রদানসহ জ্ঞাত আয় বহির্ভুত অসাধু উপায়ে এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকার সম্পদ অর্জনের দায়ে দুদক’র মামলার রায়ে বগুড়ার আলোচিত তুফান সরকারকে ১৩ বছরের কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে জ্ঞাত আয় বহির্ভুত ও অপ্রদর্শিত এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। বগুড়ার স্পেশাল জজ মো. শহিদুল্লাহ্ গতকাল বুধবার মামলার এই রায় দেন।

তুফান বগুড়া শহরের চকসূত্রাপুরের মজিবর রহমান সরকারের ছেলে। সে পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারিপরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারের পর বা আদালতে আত্মসমর্পণের পর থেকে তার সাজা কার্যকর হবে।

রায়ে দুর্নীতি দমন কমিশন আইনে অভিযুক্ত তুফান সরকারকে তার সম্পদের মিথ্যা তথ্য প্রদান করাসহ সম্পদের তথ্য গোপন করার দায়ে তিন বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডাদেশ এবং জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার দায়ে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সেইসঙ্গে তুফান সরকারের জ্ঞাত আয় বহির্ভুত ও অপ্রদর্শিত এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। উভয় সাজা একটির পর একটি কার্যকর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক আমিনুল ইসলাম অনুসন্ধান শেষে নিজে বাদি হয়ে গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় তুফান সরকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ এনে এই মামলা দায়ের করেন।

পরে বাদি আমিনুল ইসলাম মামলাটি তদন্ত করে তুফন সরকারের বিরুদ্ধে ২৯ লাখ ৮৯ হাজার ৬৮ টাকার মূল্যের স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভুত অসাধু উপয়ে এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দখলে রাখার সন্ধান পেয়ে ২০২০ সালের ২৭ অক্টোবর সই করা অভিযোগপত্র তুফান সরকারের বিরুদ্ধে দাখিল করেন। মামলাটি পরিচলনা করেন বাদি রাষ্ট্রপক্ষে দুদক’র পিপি এড. এস এম আবুল কালাম আজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্রোহীদের সঙ্গে হাত মেলালেন আসাদের প্রধানমন্ত্রী

ম্যানসিটিকে জিততে দেয়নি ক্রিস্টাল প্যালেস

এবার ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না : উপদেষ্টা

ফেসবুক স্ট্যাটাসে আক্ষেপ জানালেন হাসনাত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ সেনাসহ নিহত ২২

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা-চাচির মৃত্যু