ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

বগুড়ার ধুনটে শেখ হাসিনা প্রীতির কারণে প্রধান শিক্ষককে শোকজ

বগুড়ার ধুনটে শেখ হাসিনা প্রীতির কারণে প্রধান শিক্ষককে শোকজ, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা মনোগ্রাম সম্বলিত রুটিনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার সই করা এক পত্রে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে নোটিশ দেওয়া হয়।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার তিন দিন আগে সকল শিক্ষার্থী পরীক্ষার রুটিন সংগ্রহ করেছে। ছাপা কাগজে ওই রুটিনের উপরে ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা মনোগ্রাম রয়েছে।

শিক্ষার্থীরা ওই রুটিনেই প্রতিদিন পরীক্ষা দিচ্ছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ওই রুটিন গণমাধ্যম কর্মীদের হাতে এলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, অসাবধানতাবসত এই ভুল হয়েছে। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জবাব দাখিল করা হবে। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, প্রধান শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ সেনাসহ নিহত ২২

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা-চাচির মৃত্যু

ভারতীয় দূতাবাসে বিএনপি’র তিন সংগঠনের স্মারকলিপি

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

মৌলভীবাজার অগ্নিকাণ্ডে ইউপি চেয়ারম্যানের মা-চাচির মৃত্যু

 দেশের ক্রান্তিলগ্নের ভগ্নদশা থেকে বিচারবিভাগও মুক্ত নয় : প্রধান বিচারপতি