ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

শুক্রবার বগুড়া বার’র নির্বাচন, ১৩ পদে ভোট দিবেন ৮৬২ জন ভোটার

আগামী শুক্রবার বগুড়া বার’র নির্বাচন, প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : আগামীকাল শুক্রবার বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচন। ২০২৫ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৩ পদের নির্বাচন  সমিতির গওহর আলী ভবনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দু’টি পূর্ণাঙ্গ প্যানেলসহ তিনটি প্যানেল থেকে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতির পদের জন্য চৌধুরী রওশন জাহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল তিনটি হলো-জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা রফিকুল প্যানেল, ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-মল্লিক পূর্ণাঙ্গ প্যানেল এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির পল্টু-ববি পরিষদ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদের জন্য প্রার্থী দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিকুল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি আতাউর রহমান খান মুক্তা, সহ-সভাপতি পদে আতিকুল মাহবুব সালাম ও শাফি আহম্মেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন মন্ডল ও এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক পদে এস আব্দুল্লা-হিল বাকী লিপন এবং কার্যকরী সদস্যের পাঁচটি পদের প্রার্থীরা হলেন আশাবুদজামান আশিব, নিউটন খন্দকার, মিন্টু কুমার সরকার, মোস্তফা শাকিল ও মৌসুমী আকতার।

অপরদিকে ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-মল্লিক প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি পদে আব্দুস সালাম ও সিরাজুল হক, সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক ও নুরুল ইসলাম আকন্দ, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সাইফুদ্দীন সাইফুল, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান শাফি এবং কার্যকরী সদস্যের পাঁচটি পদের প্রার্থীরা হলেন-আতাউর রহমান সবুজ, জুলফিকার আলী, তাওফিকুর রহমান, বাবুল রহমান ও শাহীন মিয়া।

আরও পড়ুন

এছাড়াও গণতান্ত্রিক আইনজীবী সমিতির পল্টু-ববি পরিষদ থেকে সভাপতি পদে এএফএম সাইফুল ইসলাম মিয়া পল্টু, সহ-সভাপতি পদে লিয়াকত আলী সরদার, সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী ববি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ হাবিবুল হাসান ড্রেক, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে দিলরুবা নূরী।

এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থকরা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেও পরে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। উল্লেখ্য, আগামীকাল ২৯ নভেম্বর শুক্রবার সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ৮৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ সাত জন গ্রেপ্তার

১০ বার সুরা ইখলাস পাঠ করলে যে পুরস্কার

শীতেও প্রতিদিন ৮-১০ গ্লাস পানি

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধে ৬ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির বিরুদ্ধে লড়াই

বগুড়ার শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার