ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৩ যুবক আটক

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৩ যুবক আটক

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছাবর আলীর ছেলে শামীমুল হক (৩০), নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)।

পুলিশ জানায়, পূর্ব নির্ধারিত যশোর জেলার পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা যশোর  ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হয়। মোটা অর্থের বিনিময়ে মণিরামপুর উপজেলার দুই ও কেশবপুর উপজেলার এক পরীক্ষার্থীর হয়ে তিন ভুয়া প্রার্থী পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিতে যশোরে আসেন। লিখিত পরীক্ষা কেন্দ্রে যথারীতি সকাল ৮টায় পরীক্ষার্থীদের সতর্কতার সঙ্গে চেকিংয়ের এক পর্যায়ে আরসিও গেটে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা প্রার্থীর নাম ও ছবি যাচাই বাছাই করার সময় ওই তিন যুবককে সন্দেহ হয়। পরে তাদের স্বাক্ষর ও ছবির মিল না থাকায় এক পর্যায়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে তারা স্বীকারোক্তি দেন তারা সকলেই ভুয়া প্রার্থী।  তারা জানান, আলিমুলের স্থলে পরীক্ষা শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে শামিউল হক ও রাকিবুলের স্থলে সানোয়ার হোসেন পরীক্ষা দিতে আসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, তারা একটি চক্রের হয়ে ভাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিয়ে থাকে। গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ সাত জন গ্রেপ্তার

১০ বার সুরা ইখলাস পাঠ করলে যে পুরস্কার

শীতেও প্রতিদিন ৮-১০ গ্লাস পানি

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধে ৬ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির বিরুদ্ধে লড়াই

বগুড়ার শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার