ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

লেভানডভস্কির ইতিহাস গড়া রাতে জয় বার্সা’র

লেভানডভস্কির ইতিহাস গড়া রাতে জয় বার্সা’র, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি চ্যাম্পিয়ন্স লিগে অনন্য এক মাইলফলকে পৌঁছালেন। ইউরোপের সেরা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোল করা তৃতীয় খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন তিনি। তার এই কীর্তির রাতে বার্সেলোনা দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলে হারায় ফরাসি দল ব্রেস্টকে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ম্যাচের দশম মিনিটেই লেভানডভস্কি তার ১০০তম গোলের দেখা পান। ব্রেস্টের গোলরক্ষক মার্কো বিজোত পোলিশ স্ট্রাইকারকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা, যা সহজেই জালে পাঠান লেভানডভস্কি। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে দানি ওলমোর পা থেকে। ৩৬তম মিনিটে ব্রেস্টের ডিফেন্ডার ব্রেনডন চার্ডনেটকে প্রথম স্পর্শেই পরাস্ত করে বলটি বিজোতের পায়ের নিচ দিয়ে জালে পাঠান ওলমো। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে তার প্রথম গোল।

লেভানডভস্কি নিজের দ্বিতীয় গোলটি করেন ৬৬তম মিনিটে। বক্সের মধ্যে একটি দুর্দান্ত স্পিনের মাধ্যমে সুযোগ তৈরি করে বলটি নিচের কর্নারে পাঠান তিনি, যা চ্যাম্পিয়ন্স লিগে তার ১০১তম গোল। বার্সেলোনা পুরো ম্যাচজুড়ে বলের দখলে আধিপত্য করে, ৭৭% পজেশন ধরে রাখে। তাদের রক্ষণ এতটাই দৃঢ় ছিল যে ব্রেস্ট একটিও অন টার্গেট শট নিতে পারেনি। ব্রেস্টের অধিনায়ক ব্রেনডন চার্ডনেট দ্বিতীয়ার্ধে ওলমোর একটি দারুণ প্রচেষ্টা গোললাইনে ক্লিয়ার করে দলকে আরও বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে বাঁচান। তবে, ম্যাচের একমাত্র সান্ত্বনার মুহূর্তও ব্রেস্টের পক্ষে কাজ করেনি। ম্যাথিয়াস পেরেইরা লাজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। সাবস্টিটিউট পাবলো তোরে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে একটি সহজ সুযোগ নষ্ট করেন। তার শট পোস্টের বাইরে চলে যায়।

আরও পড়ুন

এই জয়ের ফলে বার্সেলোনা লিগ ফেজ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দলটি পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছে। অন্যদিকে, ব্রেস্ট আট নম্বরে নেমে গেছে।চ্যাম্পিয়ন্স লিগে ১০০ বা তার বেশি গোল করেছেন মাত্র তিনজন খেলোয়াড়। লেভানডভস্কি এই তালিকায় যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪১) এবং লিওনেল মেসির (১২৯) পরে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ সাত জন গ্রেপ্তার

১০ বার সুরা ইখলাস পাঠ করলে যে পুরস্কার

শীতেও প্রতিদিন ৮-১০ গ্লাস পানি

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধে ৬ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির বিরুদ্ধে লড়াই

বগুড়ার শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার