ভিডিও রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

বায়ার্নে হার পিএসজি’র, বড় জয় অ্যাটলেটিকো ও লেভারকুসেনের

বায়ার্নে হার পিএসজি’র, বড় জয় অ্যাটলেটিকো ও লেভারকুসেনের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ১০ জনের প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে নিরাপদ অবস্থানে বায়ার্ন মিউনিখ। ১-০ গোলের জয়ে সরাসরি নকআউট পর্বে খেলার সম্ভাবনা বাড়ালো জার্মান দল। আর তৃতীয় হারের পর বিপদে বাড়লো পিএসজি’র।

এক জয় ও দুটি হারের পর বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেলো। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। শেষ ষোলোতে সরাসরি জায়গা পাওয়ার অবস্থান আট নম্বর থেকে এক পয়েন্ট পেছনে বুন্দেসলিগা ক্লাব। প্রথম ধাপে তিন ম্যাচ হাতে রেখে প্লে অফ স্পটের বাইরে লুইস এনরিকে পিএসজি। পিএসজির মাঠে ভালো শুরু হয়েছিল বায়ার্নের। জামাল মুসিয়ালা ও লেরয় সানের নৈপুণ্যে দুটি সুবর্ণ সুযোগ পেয়েছিল। অতিথিরাও দুটি সুযোগ তৈরি করে বায়ার্নকে পাল্টা জবাব দিয়েছিল। কিন্তু গোলকিপার ম্যানুয়েল ন্যয়ারকে পরাস্ত করতে পারেননি উসমান দেম্বেলে ও জোয়াও নেভেস।

জিরোনার বিপক্ষে একমাত্র জয় পাওয়া পিএসজি পয়েন্টের জন্য মরিয়া ছিল। কিন্তু দক্ষিণ কোরিয়ার কিম মিন জায়ে হেড করে তাদের স্তব্ধ করে দেন। ফরাসি দলের ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই বায়ার্ন প্রায় দ্বিতীয় গোল দিয়েই ফেলেছিল। কিন্তু কিংসলে কোম্যানের শট বারের ওপর দিয়ে যায়। পিএসজি’র জন্য অবস্থা আরও খারাপ হয়। ৫৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দেম্বেলে। একজন বেশি নিয়ে খেলার সুবিধা ঠিক কাজে লাগাতে পারেনি বায়ার্ন। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয় ও সাত ম্যাচে ক্লিন শিট ধরে রাখলো তারা।

আরও পড়ুন

এদিকে ইপেট এরেনায় স্পার্তা প্রাগকে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্জেন্টিনা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ও বদলি নামা অ্যাঞ্জেল কোরেয়া জোড়া গোল করেন। মার্কোস লরেন্তে ও আন্তোয়ান গ্রিয়েজমানও যোগ দেন গোল উৎসবে। ৬-০ গোলে জিতেছে মাদ্রিদ ক্লাব। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের টেবিলে নবম স্থানে অ্যাটলেটিকো। চার পয়েন্ট নিয়ে ২৮তম স্পার্তা। ইয়াং বয়েসের মাঠে আতালান্তা ৬-১ গোলে জিতেছে। আরবি সলজবুর্গকে ঘরের মাঠে ৫-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেন। স্লোভান ব্রাতিস্লাভার মাঠে ৩-২ গোলে জিতেছে এসি মিলান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু

কুমিল্লায় বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহী বিকেএসপি’র ভর্তি বিজ্ঞপ্তি , যেভাবে আবেদন করা যাবে

ড. ইউনূসের বিরুদ্ধে ৫ মামলা বাতিলের রায় বহাল

পতেঙ্গায় নারীর মরদেহ উদ্ধার

সৈকতে লাস্যময়ী মানুষী চিল্লার