অবশেষে মেরামত হলো ভেঙে যাওয়া ড্রেনের স্লাব
নওগাঁ প্রতিনিধি : অবশেষে নওগাঁর রাণীনগরের ব্যস্ততম বিএনপির মোড়ের সংযোগস্থলের ভেঙে যাওয়া ড্রেনের স্লাব মেরামত করা হয়েছে। নতুন করে স্লাব দিয়ে মেরামত করায় ওই পথ দিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে স্বস্তি ফিরেছে। একটু বিলম্ব হলেও স্থানটি মেরামত করায় স্থানীয় ও চলাচলকারী পথচারীরা উপজেলা প্রকৌশলী বিভাগকে সাধুবাদ জানিয়েছে।
স্থানীয়রা জানায়, সংযোগ সড়কের ড্রেনের উপর থাকা দুটি স্লাব ভেঙে যাওয়ায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল সড়কটি। অনেকেই ওই স্থানে পড়ে আহত হয়েছেন। বিষয়টি অনেকবার উপজেলা প্রকৌশল বিভাগকে জানানোর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙা স্থানটি মেরামত করা হয়েছে।
আরও পড়ুনউপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ওই সড়ক নির্মাণকারী ঠিকাদার কাজ শেষে চলে যাওয়ায় ভাঙা স্থানটি মেরামত করা সম্ভব হয়নি। পরে উপজেলা প্রকৌশল বিভাগের নিজ উদ্যোগে একটু দেরিতে হলেও নতুন করে দুটি স্লাব নির্মাণ করে ভাঙা স্থানটি মেরামত করা হয়েছে। বর্তমানে চলাচলকারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


